Thursday , 21 October 2021
বৃষ্টির দিনের সাজ কেমন হওয়া উচিত ?

বৃষ্টির দিনের সাজ কেমন হওয়া উচিত ?

লাইফস্টাইল ডেক্স :
টানা বৃষ্টি হচ্ছে, এই সময়টায় বাইরে যেতে বেশ ঝক্কি পোহাতে হয়। প্রতিদিন বৃষ্টি হচ্ছে এর মধ্যেও প্রায়ই আমাদের বিভিন্ন উৎসবে যেতে হয়। কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা পরিপাটি হয়ে যেতে চাই।  এই বৃষ্টির সময় ঝটপট ঘরে সাজের কিছু পদ্ধতি জেনে নিলে প্রয়োজনে কাজে দেবে। আজকের পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। ফারনাজ আলম বলেন, প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজার মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন। বৃষ্টির দিনে বাইরে যাওয়ার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে ঘষে নিন। এবার কমপ্যাক্ট পাউডার দিয়ে মুখে বেইস করে নিন।

বাদামি বা পিচ্ রঙের ব্লাশন ব্যবহার করতে পারেন। কপালে ছোট গোল টিপ পরতে পারেন। মাশকারা ও আইলাইনার ব্যবহার করলে, অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। ঠোঁটে লিপিস্টিক লাগিয়ে সাজ শেষ করুন।  রোদ দেখে বাইরে বের হবার পর এক পশলা বৃষ্টি নষ্ট করে দিতে পারে আপনার সাজগোজ। তাই পোশাকটাও ভেবে-চিন্তে নির্বাচন করাটাই ভালো।