Thursday , 21 October 2021

শমী কায়সারের বিয়ে নিয়ে এবার যা বললেন সিদ্দিকী নাজমুল আলম

নিউজ ডেস্ক : গত ২৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী রেজা আমিন সুমনের সঙ্গে বিয়ের ব’ন্ধনে আব’দ্ধ হন শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা অভিনেত্রী শমী কায়সার। গত শুক্রবার তার বিয়ের জমকালো অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাই’রাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়।

শুভকামনা ও অভিনন্দনের মাঝেও শমীর এই তৃতীয় বিয়ে নিয়ে স’মালো’চনায় মেতে ওঠেনবেশ কিছু নে’টিজেন। শমী কায়সারের বিয়ে নিয়ে এসব সমালো’চনা কোনোভাবে মানতে পারেননি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

 

 

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়েস্ট্যাটাস দিয়েছেন সিদ্দিকী নাজমুল আলম। শমী কায়সারের বিয়ে নিয়ে কটাক্ষকারীদের একহাত নেন তিনি। মঙ্গলবার শমী কায়সারকে নিয়ে দেয়া সিদ্দিকী নাজমুল আলমের সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধ’রা হলো-

”সোজা কথা বলি। যে সব পুরুষেরা শমী কায়সারকে মনে মনে পাবার কামনায় জ্বলতো তারা তাদের কামনা থেকে ছিটকে পড়ে এখন শমী কায়সারের বিয়ের সমালোচনা করছে। এবং যেসব নারীরা টাকা পয়সার প্রতি লোভী তারা শমী কায়সারের নতুন বরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এই ধনাঢ্য ব্যবসায়ীর সম্পদের হিসাব কষে তারাও এই বিয়ের সমালোচনা করছে। আমার পক্ষ থেকে শমী কায়সার দম্পতিকে অভিনন্দন। উনারা হ্যাপি থাকলে আমাদের সমস্যা কী? দ্যা হার্ট ইজ ফরমড ফর লাভ……”