Breaking News
Home / খেলাধুলা / ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে চারে মিরাজ, আটে মোস্তাফিজ

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে চারে মিরাজ, আটে মোস্তাফিজ


অনলাইন ডেস্ক:

বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে, যেখানে সেরা দশে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই বোলার।

মেহেদী হাসান মিরাজ এই তালিকার চার নম্বরে। তিনি আগে ছিলেন ১৩ নম্বরে। ৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই অফস্পিনার।একসময় সেরা পাঁচে থাকা পেস বোলার মোস্তাফিজুর রহমান মাঝখানে সেরা দশেও ছিলেন না। কিন্তু এবার তিনি র‍্যাংকিংয়ের আট নম্বরে চলে এসেছেন।

পাকিস্তানের মোহাম্মদ আমির এখন ৯ ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ১০ নম্বরে আছেন।

র‍্যাঙ্কিংয়ের এক, দুই ও তিন নম্বরে অপরিবর্তিত জায়গায় আছেন ট্রেন্ট বোল্ট, মুজিব উর রহমান ও জসপ্রিত বুমরাহ।

ওদিকে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে থাকা সাকিব আল হাসানের পয়েন্ট এখন ৪২০। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির পয়েন্ট ২৯৪।
সূত্র : বিবিসি