Saturday , 27 February 2021
Breaking News
Home / আন্তর্জাতিক / অং সান সু চি ২ সপ্তাহের রিমান্ড

অং সান সু চি ২ সপ্তাহের রিমান্ড

অনলাইন ডেস্ক

অভিযোগ দায়েরের পর সু চিকে ২ সপ্তাহের রিমান্ড

অনলাইন ডেস্ক:

অভিযোগ দায়েরের পর সু চিকে ২ সপ্তাহের রিমান্ডমিয়ানমারে সেনাঅভ্যুত্থানে আটক হওয়া অং সান সু চির বিরুদ্ধে অনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। গণতন্ত্রকামী নেত্রীকে দুই সপ্তাহের রিমান্ড দেওয়া হয়েছে। খবর সিএনএন ও সৌদি গেজেট এর।

সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বলছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক থাকবেন ৭৫ বছর বয়সী সু চি। এর আগে, আমদানি-রপ্তানি আইনের লঙ্ঘনের অভিযোগ এনে সু চিকে গ্রেফতার দেখানো হয়। দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে।গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে। পরে সোমবার ক্ষমতা নিয়ে নেন কমান্ডার-ইন-চিফ মিন অং লাইং।

এদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েকশ সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রসির নেত্রী অং সান সু চিসহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয়।

মঙ্গলবার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত আরও ৪০০ সংসদ সদস্যকে তাদের সরকারি বাসভবন কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে এবং তাদের বাইরে যাওয়া আসার অনুমতি দেয়া হচ্ছে না। কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বাসভবন কমপ্লেক্সের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরের সেনা সদস্যরা টহল দিচ্ছে।