আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী দেওয়ান বেদারুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন(ইসি) ও সংশ্লিস্ট রিটানিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ওই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান বেদারুল ইসলামের করা এক আবেদনে এ আদেশ দেন হাইকোর্ট। বেদারুল ইসলামের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও মতিউর রহমান।
জানা যায়, দুটি মামলার তথ্য গোপন করার অভিযোগে গত ৯ ফেব্রুয়ারি বেদারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি এর বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু এখানেও তার আবেদন খারিজ করা হয়। এরপর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। ওই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
-অনলাইন ডেস্ক