Home / বাংলা নিউজ / পঞ্চগড়ে তেঁতুলি’য়ায় অ’বৈধভাবে আসা ভারতীয় গরু জব্দ

পঞ্চগড়ে তেঁতুলি’য়ায় অ’বৈধভাবে আসা ভারতীয় গরু জব্দ


অনলাইন ডেস্ক:

পঞ্চগড়, ২২ ফেব্রুয়ারি – পঞ্চগড়ের তেঁতুলি’য়া উপজেলায় ভারত থেকে অ’বৈধভাবে আসা ভারতীয় ১৫টি গরু জব্দ করেছে পুলি’শ। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সিপাহীপাড়া গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন : গাইবান্ধায় শহিদ মিনারে ককটেল ও ছুরিসহ আটক ২

পুলি’শ জানান, দুপুরে পুলি’শের জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। জানানো হয়, সিপাহীপাড়া গ্রামে এক বাড়িতে ভারতীয় গরু আছে। পরে পুলি’শ ওই এলাকায় গিয়ে বাসারুল ইসলাম বাদশা নামে এক ব্যক্তির বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলি’শ। তেঁতুলি’য়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, বর্তমা’নে গরুগুলো নিয়ে আইনি ব্যবস্থা চলমা’ন রয়েছে।

সূত্র : বি’ডি২৪লাইভ
এন এইচ, ২২ ফেব্রুয়ারি