Home / শিক্ষা / সাত কলেজের পরীক্ষাও স্থগিত হচ্ছে – বিশ্ববিদ্যালয়

সাত কলেজের পরীক্ষাও স্থগিত হচ্ছে – বিশ্ববিদ্যালয়


অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হচ্ছে। সরকারি সিদ্ধান্তের আলোকে পরীক্ষা স্থগিত করা ঘোষণা দেয়া হবে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার দেশ৭১ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে ২৪ মে থেকে সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছেন। আর তার আগে সব পরীক্ষা বন্ধ রাখতে বলেছেন। সে প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। সে প্রেক্ষিতে সাত কলেজের শিক্ষার্থীরা দেশ৭১ডটকমের কাছে জানতে চাচ্ছেন পরীক্ষা হবে কিনা।

সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে আই কে আই কে সেলিম উল্লাহ খোন্দকার দেশ৭১ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই পরীক্ষা স্থগিত করা হবে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন সিদ্ধান্ত না আসায় এখনো কোন সিদ্ধান্ত জানানো যায়নি। 

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত মেনে সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাও স্থগিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানালে বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।  

দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ঈদুল ফিতরের পরে আগামী ২৪ মে পাবলিক, প্রাইভেটসহ সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে। আর এর এক সপ্তাহ আগে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সব শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হবে।

মন্ত্রী আরও জানান, ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাস চলবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষা হবে না। হলগুলো দীর্ঘ এক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। তাই, ১৭ মের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো সংস্কার করার নির্দেশনা দেয়া হয়েছে।  

শিক্ষার সব খবর সবার আগে জানতে দেশ৭১র ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দেশ৭১ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দেশ৭১ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE  করতে ক্লিক করুন।

-অনলাইন ডেস্ক