Home / বাংলা নিউজ / চারতলায় আগুনে পুড়ল সখের কবুতর ও পাখি|

চারতলায় আগুনে পুড়ল সখের কবুতর ও পাখি|


অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরে মারফত আলী কমপ্লেক্সের চারতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে  সোমবার বিকেল ৫টার দিকে। এ ঘটনায় ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় সোনালী ও অগ্রণী ব্যাংকের শাখা থাকলেও প্রতিষ্ঠান দুটির কোনো ক্ষতি না হলেও চতুর্থ তলায় বসবাস করা এক ব্যক্তির পালিত দেশি-বিদেশি কবুতর ও বিভিন্ন জাতের পাখি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সুত্র জানায়, ওই ভবনটির অবস্থান ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে। মারফত কমপ্লেক্স নামে ভবনটির পরিচিতি। পৌনে ৫টার দিকে হঠাৎ চারতলার ছাদের ওপর আগুন জ্বলতে দেখে লোকজন। ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সবাই। পরে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের ফায়ার সার্ভিসের দুটি টিম এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ছাদের ওপর থাকা কবুতর, পাখি ও মুরগি মিলে প্রায় ৫ শ’টির মতো প্রণী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত মো. শাহজাহান মিয়া। এ ঘটনায় আহত হন পাখি ও কবুতর দেকভাল করার দায়িত্ব নিয়োজিত আব্দুল হান্নান (৩০) নামে এক ব্যক্তি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

-অনলাইন ডেস্ক