অনলাইন ডেস্ক:
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি – কলকাতার জনপ্রিয় অ’ভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহা’ন ও তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সংসার ভাঙার গুঞ্জন অ’বশেষে সত্যি হতে চলেছে।
সোমবার আইনজীবীর মা’ধ্যমে নুসরাতকে তালাকের নোটিশ পাঠিয়েছেন নিখিল।
তবে এ বি’ষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না নিখিল। যা বলার পরে বলবেন। নুসরাতও এ ব্যাপারে এখনও কিছু বলেননি। খবর আনন্দবাজার।
গত কয়েক মা’স ধরে টা’লি’উডে গুঞ্জন উড়ছে, সংসার ভাঙছে নিখিল-নুসরাতের। অ’ভিনেতা যশ দাশগুপ্তর জন্য নাকি তাদের সংসারে বাজছে ভাঙনের সুর। এছাড়া আলাদাও থাকছেন নুসরাত-নিখিল।
আরও পড়ুন : চরিত্র থেকে বেরিয়ে আসা যন্ত্রণাদায়ক : জয়া আহসান
তবে যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমির শরিফে ছুটি কাটা’তে যাওয়া- কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বি’রোধী কোনো পোস্ট দেখা যায়নি।
বরং ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিনে আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু কদিন না যেতেই পাঠালেন তালাকের নোটিশ।
তাহলে কি এই বি’চ্ছেদ আরও গাঢ় করবে নুসরাত ও যশের সম্পর্কও? যশের সঙ্গেই কি নতুন অ’ধ্যায় শুরু হবে নুসরাতের? এখন সেটা’ই দেখার অ’পেক্ষা।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে পাম অ’্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে কলকাতার সফল ব্যবসায়ী নিখিল জৈনের গলায় মা’লা পরান অ’ভিনেত্রী নুসরাত জাহা’ন।
সূত্র : যুগান্তর
এন এ/ ২৩ ফেব্রুয়ারি