Home / বাংলা নিউজ / বাবুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন |

বাবুগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন |


অনলাইন ডেস্ক:

বাবুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিয়েছে দুই সহস্রাধিক মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল এবং ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমামবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ ছাড়াও সকল ইউনিয়ন থেকে প্রায় দুই সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রহমতপুর আলী মার্কেট প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আমীনুল ইসলাম। এ সময় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ৬২ ইস্ট বেংগলের ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন জোবায়েদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকবর কবির, মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান,  শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ. করিম হাওলাদার, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, জাতীয় পার্টির আহ্বায়ক মুকিতুর রহমান কিসলু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মৃধা মো.আক্তার উজ জামান মিলন, ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সম্পাদক শাহিন মাহমুদ, ছাত্রলীগ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।

সেখান থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

-অনলাইন ডেস্ক