
অনলাইন ডেস্ক:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ষষ্ঠ উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অফিস আদেশে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হিসেবে অধ্যাপক ড মু আবুল কাসেম এর মেয়াদ গত ৩১ জানুয়ারি পূর্ণ হওায়ায় পদটি শূন্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার বলেন, ‘মন্ত্রণালয়ের অফিস আদেশ পেয়েছি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’
-অনলাইন ডেস্ক