Home / জাতীয় / সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ১৫


অনলাইন ডেস্ক:

সিরাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন : সাত বছরের অপেক্ষার অবসান হচ্ছে রাজশাহী মহানগর ছাত্রলীগের
তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।

সূত্র : বিডিনিউজ
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি