Home / বাংলা নিউজ / তিনটি জিনিস সহ্য করবেন না কাজী সালাউদ্দিন |

তিনটি জিনিস সহ্য করবেন না কাজী সালাউদ্দিন |


অনলাইন ডেস্ক:

চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মসনদে বসেছেন কাজী সালাউদ্দিন। আছে একরাশ প্রতিশ্রুতি। এবার তিনি মুখ খুলেছেন অনলাইন জুয়া নিয়ে। বাংলাদেশের ফুটবলে অনলাইন বেটিংয়ের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এতদিন কিছু না বললেও আজ কাজী সালাউদ্দিন বলেছেন, জুয়াসহ তিনটি বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না।

গত কিছুদিন ধরে প্রিমিয়ার লিগের পাঁচটি ম্যাচে গড়াপেটা, স্পট ফিক্সিং ও অনলাইন বেটিংয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যে আরামবাগের তিনটি ম্যাচ আর ব্রাদার্সের দুটি। এর মাঝেই ব্রাদার্স ইউনিয়ন চিঠির মাধ্যমে অভিযোগর জবাব দিয়েছে। আরামবাগের আজ চিঠি দেওয়ার কথা। বিষয়টি বাংলাদেশে নতুন হওয়ায় এএফসির সঙ্গে সমন্বয় করে এগোতে চায় বাফুফে।বেটিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাফুফে বস। আজ মঙ্গলবার অনূর্ধ্ব–১৫ জাতীয় দল গঠনের লক্ষ্যে কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কর্মসূচির উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘ম্যাচ পাতানো, বর্ণবাদ ও মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স।’

-অনলাইন ডেস্ক