Home / বাংলা নিউজ / সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক |

সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে আমির হোসেন আমুর শোক |


অনলাইন ডেস্ক:

বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, এমপি। তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আমির হোসেন আমু বলেন, তাঁর মতো একজন প্রগতিশীল দেশপ্রেমিক নাগরিকের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। দেশ একজন বিশিষ্ট বুদ্ধিজীবীকে হারালো।  মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে জাতিকে আলোকিত করতে সৈয়দ আবুল মকসুদ এর অবদান অবিস্মরণীয়।আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান দেশের খ্যাতিমান সাংবাদিক-কলামিস্ট, গবেষক ও নাগরিক আন্দোলনের নেতা সৈয়দ আবুল মকসুদ। সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, বিকালে তার বাবা হঠাৎ করে শ্বাসকষ্টে ভুগলে তৎক্ষণিকভাবে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

-অনলাইন ডেস্ক