Breaking News
Home / বাংলা নিউজ / সেনবাগে বাসচাপায় সিএনজিচালক নিহত |

সেনবাগে বাসচাপায় সিএনজিচালক নিহত |


অনলাইন ডেস্ক:

নোয়াখালীর সেনবাগে বাসচাপায় এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নোয়াখালী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজিচালক মো. মহি উদ্দিন (৪০)। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এনায়েত নগরের মৃত শেখ আহাম্মদের ছেলে।

ঘটনাস্থল থেকে সেনবাগ থানার এসআই সবুজ চন্দ্র পাল জানান, নিহত সিএনজিচালক গ্যাসের জন্য দাগনভূঞা থেকে সেনবাগের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মহি উদ্দিনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না। বাসটিকে আটক করা হয়েছে, তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।
সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-অনলাইন ডেস্ক