Home / জাতীয় / বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে… |

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে… |

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে আজ বুধবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাজিদুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাজিদুল ইসলাম মনিপুর এলাকার এমদাদ বারীর ছেলে। সে

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার মাহফুজুল উলুম হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাজিদুল ইসলাম বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে যায়। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি। পরে পানির নিচ থেকে মাজিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসালে হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক মৃত ঘোষণা করেন।

ওই চিকিৎসক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।


-Kalerkantho

2021-04-07