Thursday , 21 October 2021

শীতলক্ষ্যা নদীর তীরের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ |

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সহকারী উপ-পরিচালক নাহিদ হোসেনসহ পুলিশ, আনসার ও উচ্ছেদ কর্মীরা।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, কাঁচপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে নদী দখল করে জুট মিল, লবণ কারখানা, গুদামঘর ও কাঁচাপাকাসহ ২৫টি অবৈধ স্থাপনা গড়ে তুলেছে।

আজ রবিবার দিনভর বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


-Kalerkantho