Thursday , 21 October 2021

যুক্তরাষ্ট্রে ডাক বিভাগের ৩ কর্মীকে গুলি করে হত্যা |

যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে ডাক বিভাগের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিজের গুলিতে প্রথমে আহত হয়েছে পরে মারা গেছেন হামলাকারী নিজেও।  এ ঘটনা খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই।

মার্কিন ডাক পরিদর্শক সুসান লিংক জানিয়েছেন, মেমফিসের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্সে গুলি চালানোর পর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।  এফবিআইয়ের মুখপাত্র লিসা-অ্যান কাল্প বলছেন, তৃতীয়জন নিজেকে নিজে গুলি চালিয়েছেন।

 কর্মীদের নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছে ডাক বিভাগ। নিহতদের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট


-Kalerkantho

Leave a Reply