গায়ক অনিক সাহান সম্প্রতি প্রকাশ করেছেন তার ‘মিনতি’ শিরোনামের নতুন মৌলিক গান।
‘মিনতি’ গানটি তার নিজের লেখা ও সুর করেছেন অনিক নিজেই। এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অনিক সাহান ও সিনহা নূর।
গানটি প্রসঙ্গে অনিক সাহান বলেন, ‘গানটি আমি রাতারাতি লিখেছি।
বিজ্ঞাপন
এই গানটি ফোক ধাঁচের একটি রোমান্টিক গান। আশা করি সবার ভালো লাগবে। ’
অনিক সাহান’ নামে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
-Kalerkantho