Saturday , 10 December 2022

দল না পেয়ে ‘আরও শক্তিশালী হয়ে’ ফেরার ঘোষণা বিপ্লবের

একদিকে জাতীয় দলে লেগ স্পিনারদের ভীষণ প্রয়োজন, অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে সুযোগই পান না লেগ স্পিনাররা। এমনকি কাড়ি কাড়ি টাকা খরচ হয় যেখানে, সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) উপেক্ষিত আমিনুল ইসলাম বিপ্লবের মতো পারফর্মার।বিপ্লবের ফেসবুক পোস্টবুধবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হল বিপিএলের ৯ম আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে দল পাননি আমিনুল ইসলাম বিপ্লব। ড্রাফট শেষে একটি ফেসবুক পোস্টে স্পষ্ট হল, কতটা আক্ষেপ আর জেদ পুষে রেখেছেন মনে।বিপ্লব তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমি অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে ফিরব, ইনশাআল্লাহ।’বিপ্লবের এমন অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ঘরোয়া ক্রিকেটেও তিনি খেলার সুযোগ পান কালেভদ্রে। কখনো স্কোয়াডেই জায়গা হয় না, কখনো আবার স্কোয়াডে থাকলেও নেওয়া হয় না একাদশে। কারণ লেগ স্পিনারে নির্ভরতা বাড়ানোর অভ্যাসটা এখনও রপ্ত করতে পারেনি দেশের ক্রিকেট।বিপ্লবের মতো দল পাননি আলোচিত আরও দুই লেগ স্পিনার ও জুবায়ের হোসেন লিখন। বিপ্লবের মতো লিখনও একসময় খেলেছেন জাতীয় দলে। রিশাদের সেই সৌভাগ্য হয়নি, ভবিষ্যতের সম্ভাবনাটাও এখন নেই বললেই চলে। খেলার সুযোগই যদি না পান, নিজেকে প্রস্তুত করবেন কীভাবে, প্রমাণই বা করবেন কীভাবে! অবশ্য শুধু বিপ্লবরাই নন, এবার আরও কয়েকজন প্রথম সারির ক্রিকেটারের হয়েছে বিপিএলে দল না পাওয়ার অভিজ্ঞতা। তাদের মধ্যে আছেন মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, শফিউল ইসলামের মতো ক্রিকেটার।  বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে desh71 সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।