Thursday , 21 October 2021
বিভিন্ন গোলাপের রঙেই খুঁজে পাওয়া যাবে প্রেমের ঠিকানা

বিভিন্ন গোলাপের রঙেই খুঁজে পাওয়া যাবে প্রেমের ঠিকানা

লাইফস্টাইল ডেস্ক : প্রেম-ভালোবাসা এমনি একটা জিনিস, যা বার বার সঙ্গীর কাছে প্রকাশ করতে ইচ্ছে করে। প্রতিটা ভালেবাসার রয়েছে আলাদা আলাদা  ভাষা। এই ভালোবাসা প্রকাশের জন্য সবচেয়ে প্রিয় আর সহজ উপায় হলো সঙ্গীর হাতে ভালোবাসার প্রতীক ফুল তুলে দেওয়া। তবে ফুল হিসেবে গোলাপের উর্ধ্বে আর কোনো ফুল হয়না। এই গোলাপও রয়েছে বিভিন্ন রঙের। গোলাপের রঙেই খুঁজে পাওয়া যাবে প্রেমের ঠিকানা।জেনে নিন কোন রঙের গোলাপ কোন অর্থের প্রতীক: লাল গোলাপ হলো আত্মবিশ্বাস, সাহস ও সৌন্দর্যের প্রতীক।অনেক দিনের পুরনো বন্ধুকে একগুচ্ছ লাল গোলাপ দিয়েও প্রেমের যাত্রা শুরু করতে পারেন ভালোবাসার দিনে।হলুদ গোলাপ হলো বন্ধুত্ব, নির্ভরতা, আনন্দ-উচ্ছ্বাসের প্রতীক। একে অপরকে স্বাগত জানানো বা একে অপরের সঙ্গে প্রথম দেখা করা আর শুভেচ্ছা বিনিময়ের জন্য হলুদ গোলাপের জুড়ি নেই। সাদা গোলাপ শান্তির আর শোক প্রকাশের প্রতীক। আবার সাদা গোলাপ নতুন জীবনের প্রতীক। কখনো ঝগড়া হলে একগুচ্ছ সাদা গোলাপ হাতে তুলে দিলে নিমিষেই মিটিয়ে ফেলা যাবে সব অভিমান।গোলাপি গোলাপ রংটাও ভালোবাসা আর কোমলতার প্রতীক। পার্পল গোলাপ চিরন্তন ভালোবাসার প্রতীক। অনেক সময় আবার আভিজাত্যের রংও পার্পল। এই রং দেখলেই মনের মধ্যে একরকম আলাদা অনভিূতি হয়।

পিচ গোলাপের প্রচলন কিছুটা কম। এই পিচ গোলাপ সাধারনত কৃতজ্ঞতাবার্তা পাঠানোর জন্য ব্যবহার করা হয়।